সেনাবাহিনীতে রদবদল, সরানো হলো ডিজিএফআই প্রধানকে

সেনাবাহিনীতে রদবদল, সরানো হলো ডিজিএফআই প্রধানকে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে নিয়োগ দেয়া হয়েছে। মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে ডিজিএফআই এর মহাপরিচালক করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) দুপুরে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, নতুন নিয়োগে মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে সরকার পতনের পরদিন অর্থাৎ ৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ করা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক