দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফর করার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু সেই সফরের দিন এগিয়ে আনা হয়েছে পাঁচ দিন। আগামী ১২ আগস্ট পাকিস্তানের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামীকাল রোববার (১১ আগস্ট) টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে।
এ কারণেই বাংলাদেশ দলকে আগেভাগে পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি।
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগত জানালো পাকিস্তান
উল্লেখ্য, আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে। এরপর আগামী ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট।
news24bd.tv/SC