বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি ফোনে কথা বলেছেন। এ কথা হয় গত শুক্রবার ( ৯ আগস্ট) ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টে এ তথ্য জানান। এই ফোনালাপে বাংলাদেশ ছাড়াও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে কিছু বলা হয়েছে কিনা, সে সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি জয়শঙ্কর কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
জয়শঙ্কর তার পোস্টে উল্লেখ করেছেন, 'আজ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে ফোনকল পেয়েছি। আমরা বাংলাদেশ এবং সার্বিকভাবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও তার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।
news24bd.tv/ডিডি