ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশে শিক্ষার্থীদের ব্যানারে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে মিছিলটি পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরে প্রদক্ষিণ শেষে আবার ওই স্থানে গিয়ে এক সমাবেশে মিছিল হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি, আসাদুজ্জামান আসাদ, অশোক ধর, আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঝিনাইদহ সদর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম হিরোন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর কেন আন্দোলন হচ্ছে।

কারা এর ইন্ধনদাতা আমরা বুঝতে পেরেছি। বাংলাদেশ আওয়ামী লীগ এখন আর ঘরে বসে থাকবে না। এর সমুচিত জবাব দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। বিক্ষোভকারীদের অবিলম্বে ঘরে ফিরে যাওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, কোটা আন্দোলনকারীদের আন্দোলনের পর থেকে ঝিনাইদহ আওয়ামী লীগ নেতাদের রাজপথে দেখা যায়নি। শনিবার (৩ আগস্ট) রাতে তাদের বিক্ষোভ মিছিল বের করার পর এক রকম আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে। কেউ কেউ দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরে যায়। আস্তে আস্তে শহর ফাঁকা হয়ে যায়।

news24bd.tv/SC