কভিড-১৯ মহামারির সময় নিহতদের লাশ বাধ্যতামূলকভাবে পোড়ানোর নির্দেশ দেওয়ায় মুসলিমদের কাছে ক্ষমা চেয়েছে শ্রীলঙ্কার মন্ত্রীসভা। ক্ষমা চাওয়া সংক্রান্ত একটি যৌথ প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
করোনা মহামারির সময় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মুসলিমদের লাশ পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ এশিয়ার এই দেশটি।
ইসলাম ধর্ম মতে, মৃতদের মক্কার দিকে মুখ করে কবর দেয়া হয়। অপরদিকে, বৌদ্ধ ও হিন্দুদের মৃতদেহ সৎকারে পোড়ানো হয়। করোনায় মৃতদের মুসলিম রীতিতে কবর দেয়াকে নিরাপদ বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মুসলিমরা শ্রীলঙ্কায় সংখ্যালঘিষ্ঠ।
মুসলিম কাউন্সিল অব শ্রীলঙ্কার হিলমি আহমেদ এএফপিকে বলেন, আমরা এখন দুই শিক্ষাবিদ - মেথথিকা বিথানেগে এবং চন্না জয়সুমানার বিরুদ্ধে মামলা করব। তারাই তখন লাশগুলো পোড়ানোর জন্য বাধ্য করেছিল। আমরা এখন ক্ষতিপূরণও চাইব।
করোনা মহামারিকালে লাশ পোড়ানোর জন্য ওই সময়ের শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রশাসন জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়ে। চলতি মাসে প্রকাশিত একটি বইয়ে এ প্রসঙ্গে গোতাবায়া নিজের পক্ষে সাফাইও গেয়েছেন।
news24bd.tv/কেআই/ আইএইচ