চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে বড় অর্থ পাচ্ছে পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে বড় অর্থ পাচ্ছে পাকিস্তান

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে উঠবে চ্যাম্পিয়নস লিগের পর্দা। ৭ বছর পর ফিরতে যাওয়া এ টুর্নামেন্টটি আয়োজন করবে পাকিস্তান। আর এ আসর আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জানা গেছে, গত ১৯ জুলাই শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত চার দিনব্যাপী আইসিসির বার্ষিক বোর্ড সভায় চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করার জন্য পিসিবিকে ১২৮০ কোটি টাকা অনুমোদন দিয়েছে আইসিসি।

এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

এক সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, পিসিবিকে ১২৮০ কোটি টাকা দিয়েছে আইসিসি। পিসিবির মুখ্য অর্থ কর্মকর্তা জাভেদ মুরতাজা এবং আইসিসির মুখ্য অর্থ কর্মকর্তা অঙ্কুর খান্না মিলিতভাবে এই অর্থের পরিমাণ ঠিক করেছেন। মূলত মাঠের (করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি) পরিকল্পনা কাঠামোর উন্নতির জন্য এই অর্থ খরচ করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে। চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের জন্য রাখা হয়েছে ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে। গ্রুপ পর্বে আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ ‘এ’তে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’তে লড়বে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

news24bd.tv/SHS