যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ফের আগুন 

সংগৃহীত ছবি

যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ফের আগুন 

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। উত্তাল রাজধানীর যাত্রাবাড়ী এলাকাও। আন্দোলনকারীরা হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আবারও আগুন দিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই আগুন দেয়ার ঘটনা ঘটে।

এ সময় বিক্ষোভকারীদের তোপের মুখে পিছু হটে পুলিশ।

এর আগে বুধবার দিবাগত রাতেও টোল প্লাজায় আগুন দেন আন্দোলনকারীরা।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে কাজলা এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কাজলাসহ টোল প্লাজা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সরেজমিনে দেখা যায়, শত শত আন্দোলনকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। আন্দোলনকারীরাও পুলিশের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন। তাদের হাতে লাঠিসোঁটাও দেখা গেছে।

news24bd.tv/TR 

 
 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর