আন্দোলনকারীরা চাইলে এখনই আলোচনায় বসবে সরকার: আইনমন্ত্রী

আন্দোলনকারীরা চাইলে এখনই আলোচনায় বসবে সরকার: আইনমন্ত্রী

কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীরা চাইলেই আলোচনায় বসতে রাজি সরকার। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সংসদ ভবনের টানেলে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, আমরা তাদের সাথে বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসবো। এসময় তিনি বলেন, হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার কোটা সংস্কারের পক্ষে আছে। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে। তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, কোটা আন্দোলনে সহিংসতার ঘটনা তদন্তে বিচারপতি দিলুরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী রোববার আপিল বিভাগে শুনানির জন্য আবেদন করবে রাষ্ট্রপক্ষ।

এসময় আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানান আইনমন্ত্রী।

news24bd.tv/SHS