বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সতর্ক করল হাইকমিশন 

বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সতর্ক করল হাইকমিশন 

অনলাইন ডেস্ক

কোটাবিরোধী আন্দোলন ইস্যুতে উত্তাল সারাদেশ। শিক্ষার্থীদের এক দফা দাবিতে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। চলমান এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের চলাফেরায় সতর্ক করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। আজ বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ সতর্কতা অবলম্বনের আহ্বান জানায়।

ভারতীয় হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় সম্প্রদায় ও বাংলাদেশে বসবাসরত ভারতীয় ছাত্রদের চলাফেরা এড়াতে এবং বাসস্থানের বাইরে তাদের চলাচল কমাতে পরামর্শ দেওয়া হচ্ছে।  

কোনো জরুরি সহায়তার প্রয়োজন হলে হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভারতীয় হাইকমিশন, ঢাকা 
+880-1937400591 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)

ভারতের সহকারী হাই কমিশন, চট্টগ্রাম
+880-1814654797 / +880-1814654799 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)

ভারতের সহকারী হাই কমিশন, রাজশাহী
+880-1788148696 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)

সহকারী ভারতীয় হাইকমিশন, সিলেট
+880-1313076411 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)

ভারতের সহকারী হাইকমিশন, খুলনা
+880-1812817799 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)

news24bd.tv/TR
 

এই বিভাগের পাঠকপ্রিয়