বাংলাদেশের স্থিতিশীলতা চায় চীন: রাষ্ট্রদূত

সংগৃহীত ছবি

বাংলাদেশের স্থিতিশীলতা চায় চীন: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

চীন সব সময়ই বাংলাদেশে স্থিতিশীলতা চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সরকার ও জনগণেরই সমস্যা সমাধানে সক্ষমতা আছে বলে বিশ্বাস তার।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সাংবাদিকদের রাষ্ট্রদূত বলেন, চলমান সংকট বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে চীন সবসময়েই বাংলাদেশে স্থিতিশীলতা চায়।

গতকাল বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত। বারিধারায় দূতাবাস কার্যালয়ে এ বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি বিএনপি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক