রাফির বক্তব্য ‘সত্য না’, জানালেন দেব 

রাফির বক্তব্য ‘সত্য না’, জানালেন দেব 

অনলাইন ডেস্ক

দেশ-বিদেশে ‘তুফান’ সিনেমার জয়জয়কার। শাকিব-মিমি অভিনীত এই সিনেমা ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দেশ ছাপিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফির ‘তুফান’ সিনেমা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৫ জুলাই) পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে এই ‘তুফান’।

‘তুফান’ সিনেমার সাফল্য দেখে নাকি পরিচালক রায়হান রাফির সঙ্গে কাজ করতে চেয়েছেন টালিউডের দুই অভিনেতা জিৎ-দেব। এমন খবরে মুখ খুলেছেন অভিনেতা দেব। জানান, সত্যি না, কিন্তু তারপরও তার জন্য শুভকামনা।

রোববার (৭ জুলাই) দেব তার ইন্সটাগ্রামে এ বিষয়ে একটি পোস্ট দেন।

তাতে রায়হান রাফির সাক্ষাৎকারের একটি অংশ তুলে ধরেন দেব।

এতে লেখা, ‘তুফান’ রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনেই আমাকে তাদের সাথে কাজ করার অফার দিয়েছেন; আমি এখনও কাউকে কনফার্ম করিনি। ’

তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রায়হান রাফিও। তিনি জানান, তিনি এমন কথা বলেননি।

আসলেই কি রাফি এমন কিছু বলেননি? জানা গেছে, হুবহু রাফি এমনটা বলেননি- তবে এমনই ইঙ্গিত দিয়েছেন এক পডকাস্ট সাক্ষাৎকারে। সাংবাদিক তানভীর তারেকের একটি শোতে রাফি বলেন, দুই বাংলায় এখন এত বড় ব্যবসা কেউ দিতে পারছে না। স্বভাবতই ওপার বাংলার দেব এবং জিতের প্রসঙ্গ বারবার আসে।

সেখানে কলকাতার ছবি নির্মাণের প্রস্তাব আসে কি না, তানভীর তারেকের এমন প্রশ্নে রায়হান রাফি তার উত্তরে বলেন, আসলো তো অনেকগুলা। এবার আসতেছে অনেকগুলা, তুফানের পর। বড় দুইজন স্টারের কাছ থেকে অফার এসেছে এই তুফানের পরে। নাম না বলি। এখনও হ্যাঁ, না কিছুই বলা হয়নি। বসা হয়নি। আমার গল্পের জন্য যাকে লাগবে তাকে নিব।

news24bd.tv/TR