সরকার অনির্বাচিত বলে মিয়ানমারকে সমুচিত জবাব দিতে পারছে না

মির্জা আব্বাস

সরকার অনির্বাচিত বলে মিয়ানমারকে সমুচিত জবাব দিতে পারছে না

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রভুত্ব অন্যের হাতে বিকিয়ে দেয়ায় মিয়ানমার ইস্যুতে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১৭ জুন) সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। আব্বাস বলেন, দেশের মানুষ আজ অক্টোপাসের মতো ভৌগলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে বন্দী হয়ে গেছে।

তিনি বলেন, অনির্বাচিত সরকার বলে মিয়ানমারের রক্তচক্ষুর সমুচিত জবাব দিতে পারছে না সরকার।

এসময় ক্ষমতাসীনরা মিথ্যা কথার ফুলঝুরির ওপর টিকে আছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।

এসময় মির্জা আব্বাস দাবি করেন, দলের বহু নেতাকর্মী জেলে অবস্থান করছেন। বহু নেতাকর্মী যাদের ঈদ ফুটপাতে কাটছে। যারা পুলিশের ভয়ে ঘরে থাকতে পারে না।

আজকের এই ঈদের আনন্দ ও আজ থেকে পনেরো বছর আগের ঈদের আনন্দের মতো নেই।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক