বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৭৫ শতাংশ

সংগৃহীত ছবি

বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৭৫ শতাংশ

অনলাইন ডেস্ক

আগামী ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় এ লক্ষ্যমাত্রার কথা জানান।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে অর্থ মন্ত্রণালয় প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যদিও চলতি অর্থবছরের বাজেটে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।

তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রক্ষেপনে বছরের সার্বিক অর্থনীতির চিত্র পর্যালোচনা করে চলতি অর্থবছরে ৫ দশমিক ৮২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে আগামী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাসে বিশ্বব্যাংক বলেছে ৫ দশমিক ৭ শতাংশ হবে। যদিও এডিবি বলেছে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে। এই দুই সংস্থার তুলনায় সরকারের লক্ষ্যমাত্রা কিছুটা বেশি।

তবে অর্থনীতিবীদরা বলছেন, বাজেটে প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর কালের কণ্ঠকে বলেন, যখন ম্যাক্রো ইকোনমি স্থিতিশীল ছিল, ব্যালেন্স অব পেমেন্টের চাপ ছিল না, মূল্যস্ফীতি ৫-৬ শতাংশের মধ্যে ছিল, সুদের হার ৮-৯ এর মধ্যে ছিল। তখন দেশের অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছিল। কিন্তু পরে নানা নিয়ম-নীতি বেধে দিয়ে এটিকে আরও বাড়ানো হয়েছে।

এখন ৩-৪ শতাংশ প্রবৃদ্ধি পেলেও ভালো, কিন্তু মূল্যস্ফীতি কমাতে হবে আগে।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক