মার্কিন প্রতিনিধি পরিষদে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাস

মার্কিন প্রতিনিধি পরিষদে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাস

অনলাইন ডেস্ক

গাজায় গণহত্যার অপরাধে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস।

মঙ্গলবার হোয়াইট হাউসের বিরোধিতা সত্ত্বেও ৪২ জন ডেমোক্র্যাটদের যোগদানে ২৪৭-১৫৫ ভোটে বিলটি পাস হয়েছে।

আইসিসির প্রসিকিউটর করিম খান সম্প্রতি গাজা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানান। বুধবার (৫ জুন) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ কারণেই আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রস্তাবটি ২৪৭/১৫৫ ভোটে পাস হয়েছে। রিপাবলিকানদের উপস্থাপন করা বিলটিকে ৪২ জন ডেমোক্র্যাট সমর্থন জানিয়েছিলেন। কোনও রিপাবলিকানই ‘না’ ভোট দেননি। তবে দুই জন ভোটদানে বিরত ছিলেন।

প্রতিবেদন মতে, বিলটিকে আইনে পরিণত করার পরিকল্পনা না থাকলেও, আন্তর্জাতিক মহলের সমালোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ইসরাইলের প্রতি অব্যাহত সমর্থনকেই প্রকাশ করেছে। গত মাসে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা সিদ্ধান্তের সমালোচনা করেছিল হোয়াইট হাউস।

বিলটিতে যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইলসহ আইসিসির সদস্য নয় এমন মার্কিন মিত্র দেশের নাগরিকদের বিরুদ্ধে যদি আইসিসিতে মামলা হয়, তবে সেসব সম্ভাব্য মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

জানা গেছে, নিষেধাজ্ঞা আরোপ করা হলে আইসিসির কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার সম্মুখীন হবেন। তাদের মার্কিন ভিসাও প্রত্যাহার হবে। এমনকি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তির লেনদেন সীমিত করা করার প্রস্তাবও রাখা হয়েছে বিলে।

news24bd.tv/DHL