এইচএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ মন্ত্রণালয়ের

এইচএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব কোচিং সেন্টার আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বুধবার (৫ জুন) সচিবালয়ে এ বিষয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।  

এরপর গণমাধ্যমকে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৩০ জুন এইসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এইচএসসি পরীক্ষা উপলক্ষে প্রশ্নফাঁস, গুজব ঠেকাতে আগামী ২৯ জুন থেকে ১১ আগষ্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এসময় তিনি জানান, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা দিবে ১৪ লাখ ৫১ হাজার শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯৪৬৩ টি। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৭২৫ টি।

news24bd.tv/SHS