ভারতের জনগণ ‘টানা তৃতীয়বারের মতো ‘বিশ্বাস’ রেখেছে: মোদি

ভারতের জনগণ ‘টানা তৃতীয়বারের মতো ‘বিশ্বাস’ রেখেছে: মোদি

অনলাইন ডেস্ক

লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রত্যাশা অনুযায়ী ফল করতে না পারলেও জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) জোটের জয় উদযাপনে দিল্লিতে বিজেপি কার্যালয়ে পৌঁছে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফল ঘোষণার দিন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার পর সেখানে পৌঁছে উপস্থিত বিজেপি ও শরীক দলের নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। এ সময় হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং নরেন্দ্র মোদিকে স্বাগত জানান। বিজয় উদযাপনে বিজেপির সদরদপ্তরে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান মোদিও।

তিনি বলেন, ‘‘আজ আমি হৃদয় থেকে অনেক, অনেক খুশি। ’’

মোদি বলেছেন, ভারতের জনগণ ‘টানা তৃতীয়বারের মতো’ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ওপর ‘বিশ্বাস’ রেখেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, ‘এটি ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক কীর্তি। ’

নয়াদিল্লিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদি বলেন, তিনি ‘মানুষের আকাঙ্খা পূরণ করতে গত এক দশক ধরে ভালো কাজ’ করেছেন এবং ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত রাখবেন।

এনডিএ জোটে ভারতীয় জনতা পার্টি-বিজেপি ছাড়াও রয়েছে, তেলেগু দেশাম পার্টি (টিডিএম), জনতা দল (ইউনাইটেড), লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ও জনতা দল (সেকুলার)।  

news24bd.tv/তৌহিদ