কেরালা ও রায়বেরেলিতে জেতার পথে রাহুল গান্ধী

কেরালা ও রায়বেরেলিতে জেতার পথে রাহুল গান্ধী।

কেরালা ও রায়বেরেলিতে জেতার পথে রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনে কেরালার ওয়ানাদ এবং উত্তর প্রদেশের রায়বেরেলি আসন থেকে লড়ছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। দুটি আসনেই তিনি এগিয়ে আছেন বলে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে জানা গেছে।

ওয়ানাদে ২০১৯ সালেও নির্বাচনে জিতেছিলেন রাহুল গান্ধী। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ভারতীয় কমিউনিস্ট পার্টির অ্যানি রাজার কাছ থেকে ৪ লাখ ৮ হাজার ৩৮৩ ভোটে এগিয়ে আছেন তিনি।

ইন্ডিয়া টুডে’র মতামত জরিপ অনুযায়ী ওয়ানাদে পুনরায় রাহুল গান্ধীই জিততে চলেছেন বলে জানা গেছে।

অপরদিকে, কংগ্রেসের ঘাঁটি রায়বেরেলিতে প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী দিনেশ প্রতাপ সিংয়ের চেয়ে ১ লাখ ৩১ হাজার ১৩৭ ভোটে এগিয়ে আছেন গান্ধী। তবে বিজেপির এই প্রার্থী রাহুল গান্ধীর কাছে পরাজয় স্বীকার করেছেন এবং রায়েবেরেলির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।

২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত সোনিয়া গান্ধী রায়বেরেলি আসনটিতে নির্বাচিত হয়ে আসছিলেন।

এই আসনটিকে গান্ধী-নেহেরু পরিবারের ঐতিহ্যগত আসন হিসেবে বিবেচনা করা হয়।

news24bd.tv/ab