ডেটাকে খনিজ সম্পদের সঙ্গে তুলনা করলেন পলক 

জুনাইদ আহমেদ পলক

ডেটাকে খনিজ সম্পদের সঙ্গে তুলনা করলেন পলক 

অনলাইন ডেস্ক

দেশের বিদ্যমান ডেটাগুলোকে সঠিকভাবে প্রসেস করতে পারলে নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি হবে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডেটা সায়েন্স প্রতিযোগিতা ‘ডেটেথন ত্রি’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ডেটাকে খনিজ সম্পদের সঙ্গে তুলনা করেন।  

পলক বলেন, ‘আগামী ২০৪১ সালের মধ্যে সরকার ৫০টি ইউনিকর্ন কোম্পানি তৈরির লক্ষ্যে কাজ করছে।

এছাড়া দেশের স্টার্টআপ খাতের উন্নয়নে আগামী ৫ বছরের মধ্যে ৫০০ কোটি টাকার ইকুইটি মানি দেওয়া হবে বলে জানান তিনি।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম ও ক্রিকেটার তামিম ইকবাল। ডিটেথনন প্রতিযোগিতায় এসিআই সার্ভার ডাউন চ্যাম্পিয়ন হয়। এবারের ডেটাথন ৩.০ প্রতিযোগিতায় ৩ হাজার ৫০০ জনেরও বেশি প্রতিযোগী এক হাজারটিরও বেশি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণের জন্য নিবন্ধন করে।

নানা ধাপে আয়োজিত এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ২৩টি দলের ৯৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক