এক নারীর কাছে ধরাশায়ী ৫ আওয়ামী লীগ নেতা

এক নারীর কাছে ধরাশায়ী ৫ আওয়ামী লীগ নেতা

অনলাইন ডেস্ক

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা। স্থানীয় পাঁচ আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তিনি। ঘোড়া প্রতীকে সাবেকুন নাহার পেয়েছেন ৩৮ হাজার ৩০৯ ভোট।

পাঁচবিবি উপজেলায় সাবেকুন নাহারের নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভিপতি আবু বকর সিদ্দিক আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬৪৭ ভোট।

অপর তিন প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭০০ ভোট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদুল আলম বেনু কৈ মাছ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ১৭০ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান ও কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মণ্ডল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬ ভোট এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী টেলিফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৭৬ ভোট।

পাঁচবিবি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে আওয়ামী লীগেরই ছিলেন পাঁচ জন। একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন সাবেকুন নাহার।

এ কারণে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাঁচ জন প্রার্থীই ছিলেন একে অপরের কঠোর প্রতিদ্বন্দ্বী।

উল্লেখ্য, পাঁচবিবি উপজেলা নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৪ হাজার ৬৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২ হাজার ৬১৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ২৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে এ উপজেলায় ভোট পড়েছে ৩৯.৪৭ শতাংশ।

news24bd.tv/SHS