দুই ঘণ্টায় ৭-৮ শতাংশ ভোট পড়েছে: ইসি

দুই ঘণ্টায় ৭-৮ শতাংশ ভোট পড়েছে: ইসি

অনলাইন ডেস্ক

দেশে চলছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ১৫৬ জেলায় চলমান এই নির্বাচনে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

প্রধান নির্বাচন কমিশন জানিয়েছেন, প্রথম দুই ঘণ্টায় ৭-৮ শতাংশ ভোট পড়েছে। যেখানে দুপুর ১২টা পর্যন্ত ১৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে ইসি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই হার আরও বাড়তে পারে বলে প্রত্যাশা করছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ।
সিরাজগঞ্জে এক আনসার সদস্য হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন বলে জানা গেছে।  

মঙ্গলবার (২১ মে) ঢাকার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে, প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়ে। তৃতীয় ধাপে ১১১ উপজেলায় ভোট ২৯ মে। চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট হবে আগামী ৫ জুন।

বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। ৯ জেলার ২৪ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ চলছে। বাকি ১৩২ উপজেলায় ভোট চলছে ব্যালটে।

ভোটে ৩ কোটি ৫২ লাখ ৪ হাজার ৭৪৮ জন ভোটার ১৩ হাজার ১১৬ টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।

নির্বাচনে সাধারণ কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৭ জন সদস্য নিয়োজিত থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবে ১৮ জন। পার্বত্য এলাকায় এই সংখ্যা হবে ১৯ জন, গুরুত্বপূর্ণ পার্বত্য এলাকায় ২০ জন।

মোট ৪৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন আছে দ্বিতীয় ধাপের ভোটে। পুলিশ স্ট্রাইকিং ফোর্স মিলিয়ে ১ লাখ ৯৩ হাজার ২৮৭ জন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

স্থানীয় সরকারের এ নির্বাচনও বর্জন করছে বিএনপি। দলটি এই ভোট বর্জনের জন্য প্রচার- প্রচারণাও করেছে নিয়মিত।

উল্লেখ্য, নির্বাচনে বিএনপি প্রার্থী না থাকলেও প্রত্যেক উপজেলায় আওয়ামী লীগের একাধিক স্বতন্ত্র নেতা প্রার্থী হয়ে লড়ছেন।

news24bd.tv/SC