'রেইনড্যান্স' উৎসবে জায়গা পেল বাংলাদেশি ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’ সিনেমা 

'রেইনড্যান্স' উৎসবে জায়গা পেল বাংলাদেশি ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’ সিনেমা 

অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘রেইনড্যান্স’ চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছেন বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’ সিনেমা। স্বাধীন ধারার সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘রেইনড্যান্স’। উৎসবের ৩২তম আসরে আগামী ২৭ জুন লন্ডনে ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হবে।

প্রদর্শনীর পর দর্শক ও বিচারকদের সঙ্গে সরাসরি একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন ছবির প্রযোজক-পরিচালকসহ টিমের সদস্যেরা।

সোমবার রেইনড্যান্স চলচ্চিত্র উৎসব জানিয়েছে, উৎসবের ‘শর্টস প্রোগ্রাম: লস্ট ভেঞ্চারস’ বিভাগে ছবিটি মনোনীত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’ সিনেমাটির নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ মননশীল চলচ্চিত্র নির্মাতাদের সিনেমার পাশে বাংলাদেশের সিনেমার নাম দেখতে পারাও দারুণ আনন্দের। রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের বিচারকদের ধন্যবাদ এবং আমার সিনেমার কলাকুশলীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুজানা পায়েল।

news24bd.tv/TR