২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি অনুমোদন দেয়া হয়েছে। যা চলতি অর্থবছরের চেয়ে ২ হাজার কোটি টাকা বেশি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি সভায় এ অনুমোদন দেয়া হয়।

এরমধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ব্যয় হবে ১ লাখ ৬৫ হাজার কোটি আর বৈদেশিক উৎস থেকে আসবে ১ লাখ কোটি টাকা।

সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহণ ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন, স্বাস্থ্য, স্থানীয় সরকার, কৃষি ও পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এদিন স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের জন্য ১৩ হাজার ২৮৮ কোটি টাকা এডিপিও অনুমোদিত হয়েছে এনইসি সভায়। এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ১ হাজার ৩২১টি। এরমধ্যে নতুন প্রকল্প ১ হাজার ২২৫টি।

সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, প্রকল্প বাছাইয়ে এবার সতর্ক অবস্থানে সরকার। এছাড়া গ্রামীণ অবকাঠামো ও শিক্ষা ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দিয়ে জেলাভিত্তিক প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক