আজ ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু

ডোনাল্ড লু

আজ ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু

অনলাইন ডেস্ক

দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ ঢাকায় আসছেন। মঙ্গলবার (১৪ মে) দুই দিনের ঢাকা সফরে আসছেন তিনি। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার এটিই প্রথম সফর।

তার সফর ঘিরে গরম হয়ে উঠেছে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এ সফর গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ডোনাল্ড লু’র এই সফর নিয়ে কোনো আগ্রহই নেই বলে দাবি করেছে বিএনপি।

তবে ডোনাল্ড লু’র এবারের সফর যতটা না রাজনৈতিক তার চেয়েও বেশি কূটনৈতিক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আলোচনা হবে জলবায়ু সংকট ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে।

এ ছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

লু’র এই সফরকে ঘিরে কয়েকদিন ধরেই আলোচনা চলছে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে। এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে দেখভালকারী ডোনাল্ড লু বেশ আলোচিত।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর চারবার বাংলাদেশ সফর করেছেন লু।

news24bd.tv/SC