গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলার পক্ষে মার্কিন সিনেটর

লিন্ডসে গ্রাহাম

গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলার পক্ষে মার্কিন সিনেটর

অনলাইন ডেস্ক

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন,  ‘পার্ল হারবারে হামলার পর জাতি হিসেবে আমরা যখন জার্মানি ও জাপানের মোকাবিলায় ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম, তখন আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। তাই ইসরায়েলকে (পারমাণবিক) বোমা দেওয়া উচিত যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে। তারা (ইসরায়েল) এখানে হারতে পারে না।

’ সূত্র, প্রেস টিভি ও  জিওপলিটিক্যাল ইকোনমি রিপোর্ট।  
তিনি বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেন অস্ত্র সরবরাহের  ব্যাপারে স্পষ্ট অবস্থান না নেওয়ার কারণে। এসময় এনবিসির উপস্থাপক ক্রিস্টেন ওয়াকার জানতে চান, ১৯৮০-এর দশকে রোনাল্ড রিগ্যানের প্রশাসন লেবাননে যুদ্ধের সময় ইসরায়েলে অস্ত্র সরবরাহ থেকে বিরত ছিল।  সেই সিদ্ধান্ত মানলেও বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত কেন ঠিক মনে করছেন না? 
তখন  সিনেটর গ্রাহাম আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে এ কথা বলেন।
তিনি মনে করেন, গাজার পরিস্থিতির জন্য হামাসই দায়ী। এজন্য তাদের শাস্তি পেতে হবে।  

news24bd.tv/ডিডি