ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান বয়কট

শিক্ষার্থীদের বয়কটের দৃশ্য

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান বয়কট

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  এরিমধ্যে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । কিন্তু সেই অনুষ্ঠান থেকে  বেরিয়ে গেছেন (ওয়াকআউট) বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী। গাজায় গতকাল শনিবার ( ১১ ডিসেম্বর)  এ ঘটনা ঘটে।

 
বিক্ষোভকারী শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার সময় ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়ংকিন বক্তব্য দিচ্ছিলেন। তিনি ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী ছাত্রবিক্ষোভ নিয়ে কথা বলছিলেন।
গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
 

news24bd.tv/ডিডি