খিলগাঁওয়ে রাজউকের অভিযান, কেএফসি-ডোমিনোজ পিজ্জাকে জরিমানা

খিলগাঁওয়ের মানামা ভবনের রেস্টুরেন্টগুলোতে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

খিলগাঁওয়ে রাজউকের অভিযান, কেএফসি-ডোমিনোজ পিজ্জাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খিলগাঁওয়ের মানামা ভবনের রেস্টুরেন্টগুলোতে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। বুধবার (৬ মার্চ) পরিচালিত এ অভিযানে ডোমিনোস পিজ্জা ও কেএফসি রেস্টুরেন্টকে দুই লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাণিজ্যিক ভবন হলেও ভবনটিতে শুধুমাত্র অফিস পরিচালনার অনুমতি দিয়েছিল রাজউক। কিন্তু দুটি রেস্টুরেন্টই এই নিয়ম অমান্য করেছে।

পাশাপাশি ফায়ার এক্সিট না থাকা, পুরো রেস্টুরেন্টকে কাঁচ দ্বারা আবদ্ধ করে ফেলায় যে কোন দুর্ঘটনায় মানুষের বের হওয়ার পথ না থাকাকেও আমলে নিয়েছে রাউজকের ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন: শেষ হলো জেলা প্রশাসক সম্মেলন

একই সমস্যার কারণে একই ভবনের সিক্রেট রেসিপি রেস্টুরেন্টকেও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, চায়না ল্যান্ড রেস্টুরেন্টকেও এক লাখ জরিমানা করা হয়েছে।

news24bd.tv/ab