স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, সাম্প্রতিক সময়ে পরপর ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রনালয় এবং স্বাস্থ্য মন্ত্রী হিসেবে আমি নিজেও দায় এড়াতে পারি না। যারা এর সাথে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবেনা, এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: আইন অনুযায়ী ড. ইউনূসের বিচার চলছে: অ্যাটর্নি জেনারেল
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা আগেও বলেছি এখনও বলছি ভুল চিকিৎসার চেয়ে চিকিৎসা না হওয়া ভালো।
ওষুধের দাম নিয়ন্ত্রণে বৈঠকে নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের দাম এমনভাবে কমাতে হবে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়।
news24bd.tv/ab