বিএনপির চলমান নাশকতার একটি ভিডিও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর পুত্র ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার (১১ নভেম্বর) রাত ১১টা ২৮ মিনিটে তাঁর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে ২ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ করেন তিনি।
ভিডিও প্রকাশের আগে পোস্টে জয় লেখেন, ‘কীভাবে স্থানীয় এক বিএনপি নেতা সহিংসতা উসকে দিয়েছেন। ’ ভিডিওটিতে সেই সহিংসতার ঘটনা দেখানো হয়েছে।
ভিডিও ফুটেজের ব্যাখ্যায় জয় আরও লেখেন, ‘ওই দিন সন্ধ্যার পর ছাত্রদল, চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন কাদের আসাদের নেতৃত্বে অগ্নিসংযোগকারীদের আরেকটি দল অবরোধ কার্যকর করার আহ্বান জানিয়ে আরেকটি আকস্মিক সমাবেশ করে। যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবেদনের মধ্যে তাদের আগুনের লাঠি বহন করতে দেখা গেছে, যা রাস্তার যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ’
নিচের লিঙ্কটিতে ক্লিক করে ভিডিওটি দেখুন...
https://twitter.com/sajeebwazed/status
news24bd.tv/আইএএম