পুলিশ এখন মন্ত্রীদের সুরে কথা বলছে : রিজভী

পুলিশ এখন মন্ত্রীদের সুরে কথা বলছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসমাবেশ হবে নয়া পল্টনেই, পুলিশ এনিয়ে কথা বলে রাজনৈতিক দলের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র নেতাদের।

বুধবার (২৫ অক্টোবর) দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দলের কর্মকাণ্ড এখন পুলিশের উপর নির্ভর করছে, তারা এখন মন্ত্রীদের সুরে কথা বলছে।

রিজভী বলেন, পুলিশের এমন আচরণেই মনে হয় দেশের মানুষ এখন পরাধীন। বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সবকিছুই এখন পুলিশে হাতে বলা চলে।

এই দেশে ভিন্ন দল, ভিন্ন মত প্রকাশ করার কোনো অবকাশ নেই।

অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, নেতাকর্মীদের তারা প্রতিদিনই হত্যার হুমকি দিচ্ছে। হেফাজতের মতো পরিণতি হবে বলে ভীতি প্রদর্শন করা হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রীই তো অনেক কথা বলেছেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক