নোয়াখালীতে দিনব্যাপী বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ও শিক্ষা মেলা

নোয়াখালীতে দিনব্যাপী বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ও শিক্ষা মেলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে দিনব্যাপী বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) এর যৌথ উদ্যোগে মাইজদী প্রধান সড়কে দত্তবাড়ীর নোয়া কনভেনশন সেন্টার অ্যান্ড হোটেলে শনিবার দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।  

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের চেয়ারম্যান (সিনিয়র সচিব) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

প্রধান অতিথি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান। ৯টি কোম্পানির প্রতিষ্ঠান শিক্ষা মেলার অনুষ্ঠানে স্থান পেয়েছে।  

news24bd.tv/কামরুল