‘স্মার্টফোন হ্যাং’ ৩ টিপসে মিলবে মুক্তি!

তথ্য প্রযুক্তির এই যুগে সবার হাতে হাতে নিত্য নতুন স্মার্টফোন। কিন্তু সাধের এই প্রিয় স্মার্টফোনটি যখন তখন হ্যাং বা সাময়িকভাবে অচল হয়ে যায়। যার ফলে প্রয়োজনের সময়ে অতীব গুরুত্বপুর্ণ কাজটি করা সম্ভব হয় না। পড়তে হয় ফোন নিয়ে ভোগান্তীতেও! মূলত স্মার্টফোনের প্রসেসর ও মেমোরির ওপর অধিক চাপ পড়লেই এ ধরনের ঘটনা ঘটে। তবে আপনি চাইলে তিনটি সহজ টিপসে অনুসরণ করে ফোন হ্যাং হওয়া থেকে রক্ষা পেতে পারেন। চলুন তাহলে জেনে নিই টিপসগুলো-

স্মার্টফোনের ডিপ ক্লিনিং হ্যাং হওয়া থেকে বাঁচতে প্রথমেই আপনাকে স্মার্টফোনটি ডিপ ক্লিন করতে হবে। তবে স্মার্টফোন হ্যাং করবে না। আসলে ডিপ ক্লিনিংয়ের ফলে স্মার্টফোনের অধিকাংশ অপ্রয়োজনীয় ফাইল মুছে যায়। ফলস্বরূপ স্মার্টফোনের স্টোরেজ স্পেস খালি হয়ে যায়, এবং প্রসেসরও চাপমুক্ত হয়। ফলে ফোনটি অত্যন্ত সাবলীলভাবে কাজ করতে পারে। তাই ফোন হ্যাং হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যায়।  

সতর্কতা : ডিপ ক্লিনিং এর সময় লক্ষ্য রাখতে হবে যাতে ফোনের গুরুত্বপুর্ণ ডাটা ডিলিট হয়ে না যায়।

ক্যাশে ক্লিন করা স্মার্টফোনে বিদ্যমান বিভিন্ন অ্যাপের সুবাদে রোজ প্রচুর ক্যাশে ফাইল জমা হয়ে যায়। এই ফাইলগুলো ধীরে ধীরে জমা হয়ে ফোনের মেমোরি পূর্ণ হয়ে যায়। এর ফলে ফোনের পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, এবং সেটি হ্যাং হতে থাকে। এই সমস্যা এড়ানোর সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন ফোনের ক্যাশ ক্লিয়ার করা। এতে ফোনের স্টোরেজ স্পেস অযথা নষ্ট হবে না, ফোনের প্রসেসরের ওপরেও চাপ কম পড়বে। ক্যাশ পরিস্কারের আরেকটি সুবিধা হলো আপনি ফোনের স্টোরেজও খালি পাবেন। আবার ফোনও স্পিড থাকবে।

ডুপ্লিকেট ফাইল ডিলিট যদি আপনার স্মার্টফোনে ডুপ্লিকেট ফাইল বেশি থাকে, তাহলে অবিলম্বে সেগুলোকে ডিলিট করুন। কারণ ডুপ্লিকেট ফাইলগুলো আপনার স্মার্টফোনের মেমরি অযথা দখল করে রাখে, যা ফোন হ্যাং হওয়ার অন্যতম প্রধান কারণ। তাই প্রথমে এই জাতীয় ফাইলগুলোকে খুঁজে বের করুন এবং তারপরে সেগুলোকে ফোন থেকে রিমুভ করে দিন। অনেক সময় অ্যাপের ও একাধিক ডুপ্লিকেট ফাইল অ্যাপ ডিলিটের পরও থেকে যায়। সেগুলো খুঁজে বের করে  ডিলিট করলেই স্মার্টফোন আর হ্যাং করার সুযোগ পাবে না।

 অ্যাপ টিপস : ডিপ ক্লিনিং ও ডুপ্লিকেট ফাইল ডিলিট এর জন্য স্মার্টফোনের ব্লিট ইন অ্যাপ ব্যবহার করতে পারেন। কিন্তু ফোনে যদি ব্লিট ইন অ্যাপ না থাকে তবে ‘সিসি ক্লিনার’ আপনার ফোনের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।

news24bd.tv/আলী