দিনাজপুরে সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবস পালিত

দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ১৬৩তম সাঁওতাল আদিবাসী কৃষক বিদ্রোহ দিবস।  

দিবসটি উপলক্ষে আজ (৩০ জুন) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়।  

এর আগে আয়োজকরা শহরের বালুবাড়ীস্থ সাঁওতাল আদিবাসী স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় সাঁওতাল আদিবাসীদের নেতা-কর্মীসহ সাধারণ আদিবাসীরা উপস্থিত ছিলেন।  

র‌্যালি শেষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেনের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, সিপিবি (এমএল) পলিট ব্যুরো সদস্য মুখলেছউদ্দিন শাহীন, ভূমিহীন সমিতির সম্পাদক সুবল সরকার, কিষাণী সভার সম্পাদক সাবিনা ইয়াসমিন, আদিবাসী সমিতির সম্পাদক অমলী কিসকু প্রমুখ। পলাশ/অরিন/নিউজ টোয়েন্টিফোর