এক রাতেই ছিনতাই ৫টিরও বেশি: ডিবি

এক রাতেই ছিনতাই করেছে ৫টিরও বেশি। ভারতীয় দুই শিক্ষার্থীর ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়া সাত ছিনতাইকারী সম্পর্কে এমন সব তথ্য পেয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই ২৩ জানুয়ারি রাতেই চক্রটি অনেক মানুষকে লুট করেছিল। রাজধানী দাপিয়ে বেড়ানো এই ছিনতাইকারী চক্রের কবলে আরো কত মানুষ নিঃশ্ব হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।  

২৩ জানুয়ারি ভোর ৫টা ১০ মিনিট- রাজধানীর মৌচাকে দুই ভারতীয় শিক্ষার্থী শাহীল আহমেদ ও আসিফ ইকবালকে অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয় চার ছিনতাইকারী।  

এর কিছু সময় আগে, মালিবাগে একই ঘটনার শিকার হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাহমুদুর রহমান জেসান। সিসি টিভির ফুটেজে দেখা যায়, একটি সাদা রংয়ের প্রাইভেটকার তার রাস্তা আটকে দাঁড়ায়। অস্ত্রের মুখে ছিনিয়ে নেয়া হয় তার সব কিছু।

এর আগে তারা একইভাবে লুট করে ধানমন্ডির জিগাতলা ও পল্টনে। যার সিসি টিভির ফুটেজও এখন গোয়েন্দাদের হাতে।

আরও পড়ুন: ইউক্রেন ইস্যু: যুক্তরাষ্ট্রের তৎপরতা ঠেকাতে রাশিয়া-চীনের জোট

রাতে রাজধানীতে কঠোর নিরাপত্তার পরও এমন ঘটনা চিন্তার ভাজ ফেলেছে পুলিশের কপালেও। তবে অপরাধীরা যত কৌশলি হোক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানায় গোয়েন্দা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা।  

news24bd.tv রিমু