চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তির মাধ্যমে নিরাপদ আম বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় ‘উত্তম কৃষি প্রযুক্তির মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং ফ্রেস আম ও আমজাত পণ্যের রপ্তানীর সুযোগ বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় দিনব্যাপি এই কর্মশালার আয়োজন করে।

বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসেসিয়েশনের সভাপতি মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. শুকুরুদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালার আলোচক ছিলেন কৃষিবিদ ড. মো. জমির উদ্দীন ও কৃষিবিদ মো. জহরুল ইসলাম।

কর্মশালায় নিরাপদ, কেমিক্যাল মুক্ত আম চাষাবাদ পদ্ধতি, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধি করনের ওপর আলোচনাসহ প্রশিক্ষণ দেওয়া হয়।  

(নিউজ টোয়েন্টিফোর/রফিক/তৌহিদ)