কোটি টাকার বিলাসবহুল যাত্রীবাহী নৌযানে নেই পর্যাপ্ত লাইফ জ্যাকেট

বরিশাল-ঢাকা রুটের নৌযানগুলোকে প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত নৌযানগুলোতে রয়েছে আধুনিক সব নেভিগেশন ব্যবস্থা। লিফট, আইসিইউ, রাডার, ইকোসাউন্ডার, জিপিএস, ভিএইচএফ, স্যুট, ভিআইপি কেবিন, প্রথম শ্রেণির কেবিনসহ আধুনিক অনেক ব্যবস্থা। কিন্তু সার্বিক নিরাপত্তায় নেই কোন আয়োজন।  

রাত্রীকালীন সার্ভিসগুলোতে দুর্বৃত্তদের হামলা কিংবা সংঘর্ষের ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই নিরাপত্তা কর্মী। নেই পর্যাপ্ত লাইফ বয়া, লাইফ জ্যাকেট, ফায়ার বাকেট, হোস পাইপ। সেই সঙ্গে মালিকদের অবহেলা ও কর্তৃপক্ষের তদারকির অভাব বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

ঝালকাঠিতে লঞ্চের ভয়াবহ অগ্নিকাণ্ডে আতংক ছড়িয়েছে নৌ যাত্রীদের মাঝে। আধুনিক অগ্নিনির্বাপন ব্যবস্থা সহ যাত্রীদের সার্বিক নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

সনাতন পদ্ধতিতে যাত্রীদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে দাবি করে নৌযান মালিকরা বলছেন, এখন সময় এসেছে আধুনিক ব্যবস্থা প্রবর্তনের। পাশাপাশি দুর্ঘটনায় রোধে নৌযান শ্রমিকদের দক্ষ করার। এ ক্ষেত্রে সরকারি সহায়তা কামনা করেন তারা।

আরও পড়ুন:

চুয়াডাঙ্গায় ‘বিজিবির সোর্স’কে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা

খুলনায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা বলছেন, নৌ যাত্রীদের নিরাপত্তার সব ব্যবস্থা রয়েছে নৌযানগুলোতে। তদারকী বাড়িয়ে নৌযাত্রা আরও নিরাপদ করার উদ্যোগ নেওয়ার কথা বলেন তারা।

ঢাকা থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রীবাহী দুই শতাধিক বড় জাহাজ চলাচল করে।

news24bd.tv/ নাজিম