<p>সুবর্ণ জয়ন্তীকে বরণ করতে&nbsp;</p>

পুরো রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে 

সুবর্ণ জয়ন্তীকে বরণ করতে পুরো রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সরকারি বেসকারি প্রতিষ্ঠানগুলোকে সাজানো হয়েছে লাল সবুজ রংয়ের আলোকে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজুভাস্কর্যের সামনে বিজয়ের আনন্দ উদযাপন করেছে।  

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। আজকের এইদিনটিকে অর্জনের পেছনে ছিল এক সাগর পরিমাণ রক্তের বিনিময়। স্বাধীনতা লাভ করা বাংলাদেশ পদার্পণ করলো অর্ধশত বছরে।  সুবর্ণ জয়ন্তীকে বরণ করতে তাই রাজধানী সেজেছে বর্ণিল সাজে।

আরও পড়ুন: পরকীয়া প্রেমে ঘর ছেড়ে, ঝোপের মধ্যে পড়ে ছিল লাইলির লাশ

রঙ-বেরঙের আলোকসজ্জায় আলোকিত পুরো রাজধানী। লাল আর শ্যামল সবুজ বর্ণের আলোকসজ্জা যেন এক উজ্জ্বল পতাকা।

গৌরব উজ্জল এই দিনটি বরণ করতে ভুলেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। ইতিহাসের সাথে জড়িয়ে থাকা কার্জন হলকে জড়ানো হয়েছে লাল সবুজ বাতিতে। ১২টা ১ মিনিটে রাজু ভাস্কর্যের সামনে আতশবাজি আর কনসার্টের মেতে উঠে তরুণ প্রজন্ম। বিজয়ের অর্ধশত বছরে এসে অনেকেই জানান তাদের প্রত্যাশার কথা।

তরুণ প্রজন্মরা চান গৌরবের এই দিনকে সামনে রেখে দেশ এগিয়ে যাক উন্নয়নের পথ ধরে।

news24bd.tv/ কামরুল