টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসান।

ভারতের দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৮ উইকেটে হেরেছিল সাকিবরা।

অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ দল এগিয়ে থাকলেও টি-টওয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে আফগানিস্তান।

ম্যাচের একাদশ জানানোর আগেই জানানো হয়েছিল, আজকের ম্যাচে দেখা যাবে না সৌম্য সরকারকে।  আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সৌম্যকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ।

এদিকে সিরিজে মোস্তাফিজুর রহমানের নাম রাখা হলেও আইপিএলে পাওয়া চোটে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে দলে এসেছেন পেস বোলার আবুল হোসেন রাজু।

অপরদিকে আফগানিস্তান দলে আছেন টি-টোয়েন্টির এক নম্বর বোলার রশিদ খান। এছাড়াও আছেন আজগর স্ট্যানিকজাই, মোহাম্মদ নবীর মতো ক্রিকেটেররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আক হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ্‌, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, আবু হায়দার রনি, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, সৌম্য সরকার, আরিফুল হক, আবু জায়েদ রাহি, আবুল হাসান।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), আজগর স্ট্যানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জরদান, শফিকুল্লাহ শফিক, শারাফুদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান, উসমান গনি, সামিউল্লাহ শেনওয়ারি, দারুইশ রাসুলি, করিম জানাত, শাপুর জর্ডান, হজরতউল্লাহ জাজাই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)