আন্দার সুরিয়ায় মনোমুগ্ধকর লাল পদ্ম

নওগাঁর বিল আন্দার সুরিয়ায় ফুটেছে মনোমুগ্ধকর লাল পদ্ম। প্রাকৃতিকভাবে জন্মানো এই ফুল আকর্ষণ করছে পর্যটকদের। চমৎকার শোভা দেখতে দূর-দূরান্ত আসছেন অনেকে।

পদ্ম ফুল। প্রেমের অনবদ্য উপমা। বাংলা সাহিত্যে এই ফুল নিয়ে আছে নানা মিথ। কবি সুনীল গঙ্গোপাধ্যায় যেমন ব্যর্থ প্রেমের অমর সংগ্রাম হিসেবে তার কবিতায় এঁকেছেন ১০৮টি নীল পদ্মকে। সেই নীল পদ্মের দেখা পাওয়া ভার। তবে নওগাঁর বিল আন্দার সুরিয়ায় দেখা মিলেছে মনোমুগ্ধকর লাল পদ্মের সমারোহ।

অসংখ্য পাপড়ির লাল-সবুজ চমৎকার বিন্যাসে সজ্জিত একেকটি পদ্ম যেমন সুগন্ধি ছড়ায়, তেমনি যেকোনো মানুষের হৃদয় কাড়ে খুব সহজেই। তাই হয়তো পদ্ম কাটার যন্ত্রণাও এর স্পর্শ থেকে আটকে রাখতে পারে না শৈশবকে।

পদ্ম ফুলের সৌন্দর্য আর অপরূপ শোভা দূর-দূরান্ত থেকে ফুল প্রেমিদের টেনে আনে পদ্ম ফুলের এই গ্রামে। তবে যতো দিন যাচ্ছে, বিল থেকে লাল পদ্মও হারিয়ে যাচ্ছে।

পানি না থাকায় দিনের পর দিন জৌলুস হারিয়ে ফেলছে গ্রামগঞ্জের বিল-ঝিলগুলো।

আরও পড়ুন: 

ডাকাতির পর প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করল ৪ ডাকাত

খিলগাঁওয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

স্পিন ছোবলে ৯ রানে ৪ উইকেট নেই নিউজিল্যান্ডের

দাফনের ৮১ দিন পর কবর থেকে তোলা হলো লাশ

news24bd.tv তৌহিদ