এবার সারা দেশে ছড়িয়ে পড়ছে ভয়ংকর মাদক আইস

মরণ নেশা ইয়াবার পর এবার মিয়ানমার থেকে চট্টগ্রাম হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ছে আরেক প্রাণঘাতী ভয়ংকর মাদক আইস। নানা কৌশলে কোন সময় ইয়াবা আবার কোন সময় আইস বহনে জড়িয়ে পড়েছে উঠতি বয়সের তরুণ-তরুণী থেকে বিভিন্ন বয়সের শিশুরাও।

র্যাব পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে কোন সময় ধরা পরলেও বেশিরভাগ চালান হাত বদলে ছড়িয়ে পড়ছে পুরোদেশে। মাঝে মধ্যে বহনকারী আটক হলেও ধরা ছোঁয়ার বাইরে থাকছে গডফাদাররা।  

স্বচ্ছ হিরার মতো এই ঝকঝকে বস্তুগুলোই ক্রিস্টাল ম্যাথ বা ভয়ঙ্কর মাদক আইস। যা ইয়াবার পাশাপাশি প্রায় সমান গতিতে গ্রাস করছে যুব সমাজকে। দাম বেশি হওয়ায় এই ব্যবসায় জড়িয়ে পড়েছে উঠতি বয়সের যুবক ও অল্প বয়সের শিশুরাও।

এসব ক্রিস্টাল মথ ও ইয়াবা সবই আসছে মিয়ারমার থেকে বললেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা। সম্প্রতি মিয়ানমার থেকে চট্টগ্রাম হয়ে আইস পাচারের সময় বড় চালান ধরা পড়েছে র্যাবের হাতে।

আরও পড়ুন:

পরিকল্পনা সচিবের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা-ভাঙচুর

কোন কারণ ছাড়াই আচমকা পুলিশ গুলি করেছে: আমান

আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে যেসব দেশ

কোন সময় মামলা হচ্ছে আবার কেউ কেউ গ্রেফতারও হচ্ছে, থামছে না মাদক চোরাচালান। তবে পুলিশের ডিআইজি বলছেন, মাদক নিয়ে তাদের অবস্থান জিরো টলারেন্সে।

মাদকের হাত থেকে দেশের তরুণ সমাজকে রক্ষা করতে না পারলে, সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে এমন মত সমাজ বিশ্লেষকদের।