বঙ্গবন্ধুকে অস্বীকারকারীদের রাজনীতি বন্ধ করতে হবে

বঙ্গবন্ধুকে অস্বীকারকারীদের রাজনীতি বন্ধ করতে হবে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত, ষড়যন্ত্র, চক্রান্ত ও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেনে তিনি। আলোচনা সভার সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুমন্ত জাতিকে স্বাধীনতার মন্ত্র পাঠ করিয়েছিলেন। তাই বঙ্গবন্ধুকে অস্বীকার করে এ দেশে যারা রাজনীতি করে তাদের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশ-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে দীর্ঘ দিনের প্রস্তুতিতে, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। যা প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে।

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় পরীমণির মুক্তির দাবি, বিকেলে নাগরিক সমাবেশ

ময়মনসিংহ মেডিকেলে আরও ২৩ জনের মৃত্যু

টি স্পোর্টসে আজকের খেলা

একের পর এক বিজয় আমাদের জনপ্রিয়তার প্রমাণ: তালেবান

ষড়যন্ত্র, চক্রান্ত ও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড শীর্ষক এ আলোচনা সভায়, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার বিশেষ কমিশন গঠন করার দাবি উত্থাপন করেন  জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।  

বক্তারা বলেন, জাতির স্বার্থে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন না হলে, ভবিষ্যতে ইতিহাসের অগোচরেই থেকে যাবে তাদের নাম।

news24bd.tv রিমু