ডেঙ্গু নাকি করোনা? জ্বর হলেই টেস্ট করানোর পরামর্শ চিকিৎসকদের

জ্বর হলে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন ডেঙ্গু নাকি করোনা? বিশেষজ্ঞরা বলছেন দুটিই ভাইরাসজনিত জ্বর। তবে পার্থক্য আছে। জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে টেস্ট করানোর পরামর্শও দিচ্ছেন তারা।

করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে দিনদিন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন ঢাকার বাইরে এবং ২১১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি মাসের ১০ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩২১ জন।

আরও পড়ুন

ইরান প্রস্তুত থাকলে ভিয়েনা আলোচনা শুরু হবে

মেসি: ৩০ নম্বর জার্সি পরে নতুন ক্লাবের অভিযান শুরু

চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করছে ১৪ জোড়া ট্রেন

চাঁদপুরে করোনায় আরও ৬ জনের মৃত্যু

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। চলতি বছরে মোট চার হাজার ৯৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু হলেও জ্বর আসে আবার করোনার একটি উপসর্গও জ্বর। তাই আক্রান্তদের অনেকেই বিভ্রান্ত হচ্ছেন করোনায় আক্রান্ত হলেন নাকি ডেঙ্গুতে।

এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯১৫ জন এবং ঢাকার বাইরে ৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার কোন বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের।

news24bd.tv রিমু