শুদ্ধ উচ্চারণ শেখাতে ভাষা ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসাতে হবে

অনেকেই ভুলভাবে বাংলা উচ্চারণ করেন। যা শ্রুতিকটু। অনেক শিক্ষিত ব্যক্তির উচ্চারণেও রয়েছে আঞ্চলিকতার টান। শুদ্ধ উচ্চারণ শেখাতে শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন ভাষা ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান কবি নুরুল হুদার।  

যারা আবৃত্তি করেন তারা শুদ্ধ উচ্চরণে কথা বলতে পারেন। তাদের কবিতা পাঠ থেকে অনেকে উচ্চারণ শেখেন। উচ্চারণ শেখায় বিভিন্ন সংগঠনও। নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদালয়ের বাংলা বিভাগের শিক্ষক বাকশিল্পাচার্য নরেন বিশ্বাস বাংলা উচ্চারণ নিয়ে বিশেষ কাজ করেন।

তার উচ্চারণ শিক্ষা সংক্রান্ত অডিও রের্কড বাংলা উচ্চারণ শিখতে কার্যকর। তবে বাংলা একাডেমীসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে উচ্চারণ শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আসার আহবান কবি নুরুল হুদার।

বরিশালে ভূত আতঙ্কে নার্সিং ইন্সটিটিউটের ৪ ছাত্রী হাসপাতালে

নেত্রকোনায় খাবারের সন্ধানে এসে ধরা পড়ল চিতা বাঘের শাবক

গোনাহ থেকে মুক্তি লাভে যে দোয়া পড়তেন বিশ্বনবী

বড় ও নামি হাসপাতালে টিকা নিতে ভিড় বেশি

নোয়াখালি, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের উচ্চারণ ভিন্ন। শব্দেও রয়েছে ভিন্নতা। আঞ্চলিকতা কাটিয়ে বাংলার শুদ্ধ উচ্চারণ অনেকেই সহজে করতে পারেন না। আদিবাসীদের আছে আবার ভিন্ন ভিন্ন ভাষা। তাই সঠিক উচ্চারণ শেখাতে শিক্ষাক্ষেত্র বিশেষ ভূমিকা রাখার আহবান একুশে পদকে ভুষিত এই কবির।

নুরুল হুদা আরও বলেন পাণিনীয় শিক্ষায় ধ্বনিতত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। উচ্চারণস্থান হিসেবে রয়েছে আটটি স্থানের কথা। কবি আরও বলেন, শুরুতে একটু কঠিন মনে হলেও উচ্চারণ স্খান জানলে সঠিক উচ্চারণ করা কেবল সময়ের ব্যাপার। news24bd.tv আয়শা