উচ্চশিক্ষায় মাতৃভাষার গুরুত্ব বাড়াতে হবে

মাতৃভাষা বাংলাকে নিয়ে আমাদের কতইনা আবেগ। প্রতিবছর একুশকে উদযাপন করি মহা ধুমধামে। তবে ভুল ব্যবহার এবং ভুল উচ্চারণে একটু একটু করে মৃত্যু ঘটছে প্রাণের মাতৃভাষার। কবি মোহম্মদ সামাদ মনে করেন, শুধু ভাষার মাসেই নয় মাতৃভাষা শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে সারা বছরই। উচ্চ শিক্ষার জন্য বিদেশী ভাষা শিখতে হলেও মায়ের ভাষাকে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব।  

বাংলাকে নিজের প্রাণের মতো, নিজের মায়ের মতো ভালোবাসতে পারার অনুভূতিই সেদিন ভাষা আন্দোলন দিয়েছিলো। বুকের রক্তের বিনিময়ে অর্জন হয়েছিলো মাতৃভাষার অধিকার। শুধু তাই নয় বাঙালি পেরেছে মাতৃভাষাকে বিশ্বের দরবারে আসন দিতে।

‘যুক্তরাষ্ট্রের ৪২ বছরের ব্যর্থ নীতি পরিহারের সময় এসেছে’

কক্সবাজারে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

এখনই বাড়ছে না স্বর্ণের দাম

মেস থেকে শাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভাষা আন্দোলন এবং শহীদদের সম্মান জানিয়ে ২১শে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের স্বীকৃতি। তবে আজ সে ভাষাই যেনো অনেকের কাছে গুরুত্বহীন। ভীনদেশী ভাষা শিক্ষার উপর জোর দিচ্ছেন অনেকেই। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোয়ও বাংলা ভাষা অনেকটা উপেক্ষিত।

পরিবার এবং স্কুলে ভাষা শিক্ষার উপর গুরুত্ব বাড়ানোর কথাও বললেন কবি মোহম্মদ সামাদ।                                                                                                  ভাষা শহীদদের রক্তের সঠিক মূল্য দিতে হলে নিজ কাজের মাধ্যমে বাংলাকে ছড়িয়ে দিতে হবে বিশ্বব্যাপী। আন্তরিকতা বাড়াতে হবে মাতৃভাষার প্রতি। সর্বক্ষেত্রে প্রয়োগ করতে হবে বাংলা ভাষার তবেই ঋণশোধ হবে ভাষা শহীদদের।

news24bd.tv আয়শা