তিনে তিন পাকিস্তান

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় পাকিস্তান। মঙ্গলবার করাচিতে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচেও উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল পাকিস্তান। শেষ ম্যাচ ৮ উইকেটে জয় পায় পাকরা।

প্রথমে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দুই রানের মাথায় ওয়ালটন আউট হলে চাপে পড়ে সফরকারীরা। এরপর ফ্লেচার-স্যামুয়েলস জুটি খানিকটা চেষ্টা করে। তবুও তেমন কিছু হয়নি এ রানে। ফ্লেচারের ৪৩ বলে ৫২ রান সফরকারী দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ। মার্লন স্যামুয়েলস ২৫ বলে ৩১ রান করেন। ১৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন রামদিন। মূলত এই তিনজনের ব্যাটে দেড় শ পার করে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পক্ষে নওয়াজ, শিনওয়ারি, আশরাফ একটি করে উইকেট নেন। এ ছাড়া উইন্ডিজের ২ ব্যাটসম্যান শাহবাদের শিকার হন।

১৫৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানকে। ১৬ ওভার ৫ বল খেলেই ১৫৩ টপকে যায় স্বাগতিকেরা। ফখর জামান ৪০ এবং বাবর আজম ৫১ ও হুসেইন তালাত ৩১ রান করেন।

স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১৫৩/৬ (২০) পাকিস্তান ১৫৪/২ (১৬.৫)

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)