কাশ্মীরে অত্যাচার চালাচ্ছে ভারত: শহীদ আফ্রিদি‌

কাশ্মীর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি। এক ট্যুইটে তিনি বলেন, কাশ্মীর নিয়ে অত্যাচারী হয়ে উঠেছে ভারত। ভারত অধিকৃত কাশ্মীরে যেভাবে স্বাধীনতার কণ্ঠরোধ করা হচ্ছে তা রীতিমত উদ্বেগজনক। এটা মোটেও ঠিক নয়। ভারতের এই রক্তক্ষয়ী দমন পীড়ন থেকে কাশ্মীরবাসীকে রক্ষা করার জন্য রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেছেন আফ্রিদি।

কাশ্মীরের স্বাধীনতাকামী মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। রাষ্ট্রপুঞ্জ কেন তাতে হস্তক্ষেপ করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এ ক্রিকেট অলরাউন্ডার।

এর আগেও একাধিকবার কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বুম বুম আফ্রিদি।

২০১৬র’ মার্চেই আফ্রিদি দাবি করেছিলেন অধিকাংশ কাশ্মীরিই পাক ক্রিকেট দলকে সমর্থন করে। আফ্রিদির এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছিল বিসিসিআই। বিবৃতি দিয়ে বিসিসিআই জানিয়েছিল, কোনও ক্রিকেটারের রাজনৈতিক মতামত এভাবে ব্যক্ত করা উচিত নয়। তবে শুধু আফ্রিদি নন, ইমরান খানও কাশ্মীরিদের অধিকার রক্ষা নিয়ে একাধিক মন্তব্য করেছেন।

নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)