ক্ষোভে স্মিথের ক্রিকেট সামগ্রী ছুঁড়ে ফেললেন বাবা! (ভিডিও)

বল টেম্পারিং কেলেঙ্কারিতে স্টিভেন স্মিথকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নির্বাসিত অধিনায়কের সেই শাস্তি যেন মেনে নিতে পারছেন না স্মিথের বাবা পিটার। কান্নায় ভেঙ্গে পড়েছেন তিনি। সেই সঙ্গে ছেলের ক্রিকেট সামগ্রী ছুঁড়ে ফেলেছেন বাড়ির গ্যারেজে!

সংবাদ সম্মেলনে ছেলে স্টিভেনকে সান্ত্বনা দিচ্ছেন বাবা পিটার স্মিথ [ছবি: এএপি ইমেজ]

অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘চ্যানেল সেভেন’-এর ভিডিও ফুটেজে দেখা যায়, পিটার তার গাড়ি থেকে স্মিথের ক্রীড়া সামগ্রী নিয়ে গ্যারেজে ফেলে দিচ্ছেন। আর বলছেন, ‘আমার ছেলে ঠিক হয়ে যাবে, সে লড়াই করবে, সে লড়াই করবে। ’ কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার ক্যামেরুন ব্যানক্রফট ওয়ার্নারের পরামর্শে এবং স্মিথের অনুমতিতে বল টেম্পারিং করেন। খেলা চলাকালীন টিভি ক্যামেরায় সেটা স্পষ্ট দেখা যায়।  

তদন্ত শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অভিযুক্ত তিন ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে।  

সূত্র: ডেইলি মেইল, ডেইলি টেলিগ্রাফ      •       অরিন/নিউজ টোয়েন্টিফোর