নতুন বছরে কী আশা করছে রাজনৈতিক দলগুলো?

ভয়াবহ করোনা মহামারীতে অনেকটাই স্থবির ছিল গেল বছরের রাজনীতির কর্মকাণ্ড। অনেকটা সীমিত পরিসরে পরিচালিত হয়েছে সব রাজনৈতিক কর্মকাণ্ড।  

২০২১ সাল দেশের উন্নয়নে অন্যতম মাইলফলক হবে বলে দাবি আওয়ামী লীগের। অন্যদিকে বিএনপি মামলাকে প্রাধন্য দিলেও জাতীয় পার্টির দাবি করোনা মোকাবিলা করে জনজীবন স্বাভাবিক করার।

গেল বছরের মার্চে করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউন ঘোষণা করে সরকার। মূলত সেই থেকেই রাজনৈতিক কর্মসূচি অনেকটাই নিরুত্তাপ হয়ে যায়। তবে করোনাকালে ত্রাণ, মাস্ক, ঔষধপপত্র বিতরণে নিজেদের ব্যস্ত রাখে রাজনৈতিক দলগুলো। করোনাকালে রাজনীতিতে নতুন শব্দের উদ্ভব হয় ভার্চুয়াল মিটিংয়ের।

আরও পড়ুন: পেছনে কালো ছিলো বলে সামনে আলো হতে বাধা কি?

বিগত বছরের চ্যালেঞ্জে নিজেদের অনেকটা সফল দাবি করে আওয়ামী লীগের নেতারা বলেন, চলতি বছর তাদের জন্য মাইলফলক।

করোনা মোকাবিলা করে জন জীবন  স্বাভাবিক করার দাবি জাতীয় পার্টির। তবে করোনা থেকেও মামলাকে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি। ২০২০ সাল থেকে ২০২১-এ রাজনৈতিক কর্মসূচিতে স্বাভাবিক হওয়ার আশাবাদ সব দলেরই।

news24bd.tv আহমেদ