১১ জনের ফাঁসি

শিশু ধর্ষণ, অপহরণ ও হত্যার ঘটনায় পৃথক মামলায় চট্টগ্রাম ও টাঙ্গাইলে ১১ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে চট্টগ্রামে ধর্ষণ ও হত্যা মামলায় ৮ জন এবং টাঙ্গাইলে অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড হয়েছে। টাঙ্গাইলে একইসঙ্গে তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

চট্টগ্রামের বিশ্ব কলোনির একটি বাড়ি থেকে ২০১৮ সালের ২১ জানুয়ারি উদ্ধার করা হয় ৯ বছরের শিশু ফাতেমা আক্তার মিমের লাশ। এই ঘটনায় শিশুটির মা রাবেয়া বেগম ধর্ষণ ও হত্যা মামলা করেন থানায়। শুনানি শেষে সেমাবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

সোমবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এর বিচারক জামিউল হায়দার, মিম হত্যা মামলায় ৮ আসামীর মৃত্যুদণ্ডাদেশ দেন। এদের মধ্যে একজন পলাতক রয়েছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মিমের স্বজনরা।

আরও পড়ুন:

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে শোকজ

এবার শোকজ পেলেন হাফিজউদ্দিন

শওকত মাহমুদ কর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন: রিজভী

ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবায় বিভ্রাট

‘সালমান শাহ’ হত্যা মামলায় গ্রেপ্তার ২

'জীবনে অনেক ভুল করে দেউলিয়া হয়েছি'

একই সময়ে টাঙ্গাইলের মির্জাপুরে শিশু শাকিল ও ইমরান হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২০১৬ সালের ওই মামলায় আরও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন দেয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন আদালত।

এছাড়া শেরপুরের শ্রীবরদীতে স্ত্রী হত্যার দায়ে রাশেদ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

news24bd.tv নাজিম