গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগ বিএনপি ভিন্ন মত

গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ নূর হোসেনের আত্নত্যাগ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।

বিএনপির অভিযোগ গণতন্ত্রকে তিলে তিলে ধ্বংস করেছে আওয়ামী লীগ। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, বিএনপির সঙ্গে অন্তত গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। ।  

স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সকালে রাজধানীর গুলিস্তানে নুর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

আরও পড়ুন: জিএসপি সুবিধা নিয়ে আশাবাদী নন পোশাক ব্যবসায়ীরা

এসময় তিনি উল্লেখ করেন গণতন্ত্র অবমুক্ত।   দলের অন্যান্য নেতারাও স্মরণ করেছেন শহীদ নূরের আত্মত্যাগ।

অন্যদিকে সকালে বিএনপি চেয়ার পার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টা অভিযোগ করেন । তিনি বলেন বিএনপি নয় বরং আওয়ামী লীগ গণতন্ত্রকে তিলে তিলে ধ্বংস করেছে । আর নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না মনে করেন, যে গণতন্ত্রের জন্য নূর হোসেন প্রাণ দিয়েছে, আজ তা অনুপস্থিত ।    ১৯৮৭ সালের ১০ নভেম্বর সামরিক শাসনের বিরোধীতা করে গণ আন্দোলনের প্রতীকে পরিণত হন শহীদ নূর হোসেন ।

news24bd.tv তুষার