পূজা অনুষ্ঠানের খাবার গ্রহণ হারাম না হালাল?

পূজা অনুষ্ঠানের খাবার গ্রহণ করা যাবে ? নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ‘ইসলাম ও আমরা’ অনুষ্ঠানে দর্শকের এমন প্রশ্নে জবাবে বলা হয়, হিন্দুদের দেওয়া পূজার পায়েস, নারু বা শুকনা খাবার খাওয়া হারাম এমন কিছু না। তবে একটা ইমানি দায়িত্ব বা তাকওয়ার একটা ব্যাপার আছে।

আরও পড়ুন: যে কারণে ভাই-ভাবি-ভাতিজা-ভাইজিকে খুন করে রায়হানুল

যেখানে গেলে গুনাহ'র আশঙ্কা থাকে সেখানে না যাওয়া ভালো। কারণ আমি এমন খাবার অন্যখানে পাচ্ছি তাহলে কেন সেখানে যাব।

news24bd.tv তৌহিদ